By Anubhuti Saha
এখন তুই কেন্দ্র, পরে না হয়ে হবো আমি কেন্দ্র,
অসংখ্যের মাঝে আমি যে দাড়িয়ে দেখছি তোকে, বৃত্তের পরিসীমা থেকে |
আমি যে সেই একটি বিন্দু, ওই অসংখ বিন্দুদের মাঝে
যারা তোকে কেন্দ্র করে ঘুরছে, তোর চারিপাশে ||
লোকে বলে আমায় মাত্রাহীন, তাই চেয়ে থাকি তোর দিকে সব মাত্রা ছাড়িয়ে;
এই ঘুরুপাক এর মাঝে কে যেন যায় আমায় পাশ কাটিয়ে |
আসলো সে স্পর্শক রূপে, ধূমকেতুর মতন, কেটে গেলো দাগ আমার গায়ে,
তারপর তুই ও ছুডলি নিজের প্রভার তীর আমার গায়ে ব্যাসার্ধর রূপে ||
হয়েগেলো না কাটা কুটি আমার গায়ে ?
আরে কাটাকুটির যে চারটি হাত
পড়লো নজর যে এবার আমার চারিদিকে
দেখছি আমার চারিপাশে ও যে পাক খাচ্ছে অসংখ বিন্দু,
ওই বিন্দুর ভিড়ে যে তুই ও দাড়িয়ে,
তুই কেন্দ্র না বিন্দু ?
কেউ দাও না এই গোলোক ধাঁদা টা বুঝিয়ে;
যেই আমি হলাম কেন্দ্র, তুই হোলি আমার কাছে বিন্দু |
হঠাৎ মনেহলো, আমি কি এখন স্থায়ি কেন্দ্র;
যার আশে পাশে ঘুরছে তুই, আর অনেক বিন্দু;
কিন্তু সত্য যে, কোনো কিছু হবে না কখনো স্থায়ী,
সবাই কেন্দ্র, সবাই বিন্দু.||
পুরো ধ্রুবমন্ডল টাই যে ঘুরছে গোলোক ধাঁদাতে
ধ্রুবসত্য টা যে সবাই জানে, যারা ধ্রুবমন্ডল এর প্রাণী,
তবুও করে, কেন জানিনা আনাকানি;
এটাই ছিল আমার ঘুরুপাকের কাহিনী ||
By Anubhuti Saha
Comments