আনন্দ
- hashtagkalakar
- Sep 5, 2023
- 1 min read
By Bimal Hansda
এখন বৃষ্টির কনায়
কোনো নৌকার ছায়া পড়ে না ,
ভাঙা কার্নিশেও আর কোনো
কাগজ বিমান ল্যান্ড করে না l
শুধু সাঁকোর নিচে
জমতে থাকে উন্মাদ শুন্যতার স্তর,
আর, ওপর দিয়ে
হেঁটে পেরিয়ে যায় গোটা পৃথিবী l
By Bimal Hansda
Amazing😍
👌👌👌👌❤️
Awsm piece of writing