By Bimal Hansda
পরব
এক সন্ধ্যায় যখন সব কথা মরে আসে তখন কোন এক নদীর পাড়ের মাথার ওপর দিয়ে অনেকগুলো গল্প এক সাথে উড়ে যায় এক ঝাঁক বকের মতো l খুঁজতে খুঁজতে পাওয়া যেতে পারে নিসর্গের চেয়েও প্রবীণ এক ঝর্ণা, যার বুকের মাঝে কোথাও লুকিয়ে আছে এক অন্তহীন অন্ধকার। সেই অন্ধকারের মাঝে মিশে আছে লোককাহিনী l যদি কেউ সেখানে ভালোবাসার প্রদীপ আলো প্রজ্বলন করে তাহলে দেখতে পাবে এক পরম শান্তির উৎস l শুনতে পাওয়া যাবে উৎসব পরবের আনন্দ l আমরা এই মুহূর্তে এই ভারতবর্ষের এক প্রাচীন জনজাতির আনন্দমুখর পরব উৎসবের পবিত্র শিখার স্পর্শলাভ উপলব্ধি করার চেষ্টা করি l
পরব -১
ঠোঁট ছোঁয়ানো হাঁড়ায় সুখে বুঁদ কুঁড়েঘর
মহুয়া সুর কষ্ট ফসলের গানে প্রাচীন জনজাতির পরব l
এসব ফুরালেও বেঁচে থাকে
কাঁদরের জলে মিশে যাওয়া
শোক উৎসব ধমসা মাদলের রাত l
---------
পরব -২
কান্দরের দুই তীরে
নড়বড়ে বাতাসের চঞ্চলতা
আর সাঁঝ সকালে
সুখা বলে পুঁটি মাছ ধরা হাত,
উৎসবের কুঁড়ে ঘরে আঁধার আজও মিটে নাই l
ভেসে ওঠা বুঁকের তলার মাদলের বোলে
আধপেটা পরব রং লেগে আছে l
পরব -৩
খরা বানের জমিতে গড়ে তুলেছি শুকনো মহাকাব্য,
সেই কবেকার ছেদা চালের নিচে গোবর নিকানো উপোসী উনুন,
দিনের পর দিন দেওয়াল জুড়ে বাসি ভাতের গন্ধ খুঁজেছি,
তবু অবশ বাঁশির ইমন সুরে উঠোন জুড়ে নেমে আসা জীবন্ত আঁধারে পরবটাকে হারিয়ে যেতে দিই নাই l
By Bimal Hansda
Hridoye lagaar moto ✨❤
Kicchu bolar nei.. sotti, osadharon bhabe tule dhora chitro ❤️
Mon chuye jawa