By Gazi Tousif Saif
মুক্ত করো নিজেকে!
নিজেকে মুক্ত করে দাও।
গাংচিলের উড়ন্ত দু'ডানায়—
প্রশান্তির মত ধবধবে সাদা।
উড়ে যাও বহুদূর—
আঁধারের সমুদ্র পেরিয়ে
ঝিকিমিকি তারাদের উজ্জ্বল ঠিকানায়।
মুক্ত করো নিজেকে!l
পেরিয়ে যাও যত আছে বাধা।
নিজেকে মুক্ত করে দাও!
বিলীয়মান হও মেঘের ভাসমান শরীরে।
বহুদূর হতে ভেসে আসা মহাসাগরের
উন্মত্ত ঢেউয়ের শিখরে।
মুক্ত করে দাও নিজেকে হাওয়াদের গানে।
সবুজে ছড়ানো নরম শিশিরের প্রাণে।
মুক্ত করো নিজেকে!
নিজেকে মুক্ত করে দাও!
দোয়েলের গীতের গতি পথ ধরে
ভেসে যাও পুলকের কোমল শহরে।
উড়ে যাও ভেসে যাও উন্মুক্ত করো নিজেকে।
দেহের খাঁচা থেকে বের হয়ে এসে
সাড়া দাও শাশ্বত চিরবিস্ময়ের ডাকে ।
উন্মুক্ত হও যাপনের ক্লেশের কারাগার হতে
অন্তহীন প্রবহমান প্রশান্তির স্রোতে।
ভেসে যাও মিশে যাও ভেসে যাও—
অনন্ত বিস্তৃত ভালোবাসার জগতে।
By Gazi Tousif Saif
Commenti