By Avipsha Sarkar
কবিতা – যদিও অব্যক্ত তবুও ভালোবাসি
কলমে- অভীপ্সা সরকার
বুকের বামপাশে হৃদপিন্ডটায় জ্বলন্ত ভালোবাসার ঔর্বাগ্নি
অন্তরে দীর্ঘপ্রতীক্ষিত না বলা কথার ব্যর্থ আস্ফালন
কালসিটে ঠোঁটের ভাষা তার সুদূর শ্রবণান্দ্রিয় ছুঁতে অক্ষম
অপ্রকাশিত থেকেও ভালোবাসা প্রকটিত তার অনুভূতি জুড়ে
হোক না অব্যক্ত, থাক না ভালোবাসাটা হৃদয়ের ক্যানভাসে বন্দী
যদিও অব্যক্ত তবুও ভালোবাসি।।
English translation of the poem
Poetry – Although unspoken, I still love
Avipsha Sarkar
On the left side of the chest is the flame of love burning in the heart
The long-awaited unspoken words in the heart fail to bloom
Calcite’s lip language is unable to reach his distant sense of hearing
Unexpressed love is evident throughout his feelings
Be it unspoken, be it love is captured in the canvas of the heart
I love you even though it’s unspoken.
By Avipsha Sarkar
✨